ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২২
বরিশাল, নবকন্ঠ ডেস্ক:: সাতক্ষীরার কলারোয়ার মমতাজ আহমেদ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করে ছেলের বিয়ের বৌভাত অনুষ্ঠান করছেন আ.লীগ নেতা এরশাদ আলী। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে ছিল এই বৌভাতের আয়োজন। এঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে ।
আ.লীগ নেতা এরশাদ আলী যুগিখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি। একই সাথে তিনি ওই স্কুল পরিচালনা কমিটির সভাপতি ।
জানা গেছে, স্কুলের কার্যক্রম বন্ধ করে সকাল থেকেই স্কুল মাঠের কোনে চলছিল রান্না-বান্না। স্কুল মাঠজুড়ে করা হয়েছে বৌ-ভাতের অতিথি আপ্যায়নের প্যান্ডেল। এ কারণে আগে থেকেই স্কুল বন্ধ ঘোষণা করা হয়।
স্কুল বন্ধ করার অভিযোগের বিষয়ে আ.লীগ নেতা এরশাদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও যুগিখালি ইউপি চেয়ারম্যান রবিউল হাসান বলেন, ঘটনা সত্য স্কুল বন্ধ করে মাঠে বিয়ের আয়োজন করা হয়েছে। তবে কাজটা করা ঠিক হয়নি। স্কুল কেউ বন্ধ করলে আমি কি বলবো ?
ঘটনার বিষয়ে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মোস্তাফিজুর রহমান বলেন, স্কুল বন্ধ করে বিয়ের আয়োজন করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে উত্তর দেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দেন এই তিনি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক