শিরোনাম

স্কুলে গোপন সভা, জামায়াতের ৪৫ নেতাকর্মী আটক

By admin

May 15, 2022

 

নোয়াখালীতে সরকারবিরোধী গোপন সভা থেকে জামায়াতে ইসলামীর ৪৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

 

রোববার (১৫ মে) দপুর সাড়ে ১২টার দিকে জেলা শহর মাইজদীর আল ফারুক একাডেমির স্কুল থেকে তাদের আটক করা হয়।

 

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

 

এসপি বলেন, সরকারবিরোধী গোপন সভা থেকে নোয়াখালীর বিভিন্ন উপজেলার ৪৫ জন নেতাকর্মীকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা বিভিন্ন ধরনের ধর্মীয় উগ্রতা সৃষ্টিকারী বিভিন্ন ধরনের বই উদ্ধার করা হয়।

 

মো. শহীদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা যায়, ধর্মীয় উগ্রতাকে পুঁজি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে, সরকারবিরোধী ক্ষতিকারক বেআইনি কার্যকলাপের প্রস্তুতিমূলক অংশ হিসেবে এই গোপন বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বিষয়ে আরও অনুসন্ধানসহ আইনগত বিষয়ে প্রক্রিয়াধীন রয়েছে।