সৌদি আরবে পেট্রোল পাম্পে কাজ করার সময় লরি চাপায় সাইফুল ইসলাম (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়।
বুধবার (২৮ মে) রাতে দেশটির তাঁবুক শহরের স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে সকালে পাম্পে একটি গাড়িতে তেল দেওয়ার সময় আরেকটি লরি এসে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
নিহত সাইফুল ইসলাম (৩৮) বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জুনাহাজী ভূঁইয়া বাড়ির মৃত নুরু মিয়া প্রকাশ নুরু পুলিশের ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক।
বৃহস্পতিবার (২৯ মে) নিহতের প্রতিবেশী মো. সালাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দেড় বছর আগে পরিবারে সচ্ছলতা আনতে সৌদি আরব যান সাইফুল ইসলাম। সেখানে একটি পেট্রোল পাম্পে কাজ করতেন। তার মৃত্যুর খবরে পরিবারে লোকজন চোখে অন্ধকার দেখছেন।
কাদিরপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. ফয়েজ উল্যাহ ভূঁইয়া বলেন, সাইফুল ইসলাম অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।