রাজনীতি

সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকী আজ

By admin

January 03, 2021

 

বাংলাদেশ আওয়ামী লীগের ষষ্ঠ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী আজ।

 

২০১৯ সালের এই দিনে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় না ফেরার দেশে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৮বছর।

 

ময়মনসিংহে ১৯৫২ সালের ১লা জানুয়ারি জন্মগ্রহণ করেন সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য পুত্র। তাঁর পিতা সৈয়দ নজরুল ইসলাম স্বাধীনতা যুদ্ধে অন্যতম সংগঠক ও ১৯৭১ সালে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন।

 

১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে পিতা সৈয়দ নজরুল ইসলামসহ জাতীয় চার নেতার নির্মম হত্যাকাণ্ডের পর তিনি যুক্তরাজ্য চলে যান। প্রবাস জীবনে তিনি যুক্তরাজ্যে আওয়ামী যুবলীগের সদস্য ছিলেন। সংঠনকে সংগঠিত করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই বর্ষীয়ান রাজনীতিবীদি।

 

১৯৯৬ সালে দেশে এসে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ সদর আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

 

২০১৯সালের এই দিন পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও সরকারের জনপ্রশাসন মন্ত্রীর দায়িত্বে ছিলেন। ব্যাংককে মৃত্যুরসাথে পাঞ্জা লড়তে থেকেও ৩০ ডিসেম্বর (২০১৮) অনুষ্ঠিত নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনের নৌকা প্রার্থী হয়ে জয় লাভ করেন।