নিজস্ব প্রতিবেদক:: শ্রমিকের অধিকার সুরক্ষার জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার। আর সে ধরনের সরকারই পারে সব অধিকার ফিরিয়ে দিতে। সৌদিআরব পূর্বাঞ্চল শাখা শ্রমিকদলের মে দিবসের আলোচনা সভায় প্রবাসী বিএনপি নেতারা এসব কথা বলেন।
গত সোমবার আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৌদিআরব পূর্বাঞ্চল শ্রমিকদলের সভাপতি বিপ্লব হোসেন আজাদ । সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাহমুদের সঞ্চলনায় এ শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন সৌদিআরব পূর্বাঞ্চল বিএনপির সাধারণ-সম্পাদক এডঃ মীম ছিদ্দিকুর রহমান ইমরান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৌদিআরব পূর্বাঞ্চল শ্রমিকদলের প্রধান উপদেষ্টা মামুনুর রশীদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে সৌদিআরব পূর্বাঞ্চল বিএনপির সাধারণ-সম্পাদক এডঃ মীম ছিদ্দিকুর রহমান ইমরান বলেন, “আজকে সবচেয়ে কষ্টে আছে আমাদের শ্রমজীবী মানুষ, আজকে সবচেয়ে কষ্টে আছে আমাদের খেটে খাওয়া মানুষ। তারা দুইবেলা দু’মুঠো খেতে পায় না। তাই আমাদের নিজেদের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, শ্রমিকের স্বার্থে, শ্রমজীবী মানুষের স্বার্থে, কৃষকের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে।
প্রধান বক্তা সৌদিআরব পূর্বাঞ্চল শ্রমিকদলের প্রধান উপদেষ্টা মামুনুর রশীদ চৌধুরী বলেন, “আমাদের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এদেরকে (সরকার) পরাজিত করতে হবে। আজকে আমাদের শ্রমিক স্লোগান দিয়েছে- ‘মে দিবসের অঙ্গীকার, রুখতে হবে স্বৈরাচার’। কারণ গণতন্ত্র যদি প্রতিষ্ঠা না হয়, স্বৈরাচার দূর করা না যায়- তাহলে শ্রমিকদের স্বার্থ রক্ষা করা যাবে না, তাদের অধিকার আদায় করা যাবে না।