বরিশাল

সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে: ফয়জুল করীম

By admin

May 27, 2023

 

নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের বিসিসি মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন নির্বাচন কমিশনের বিগত প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলোর কারণে আমরা ফলাফল হাতে পাবার আগ পর্যন্ত শঙ্কামুক্ত নই।

 

 

কে আ’লীগ, কে বিএনপি কিংবা কে জাতীয় পার্টি সেটা আমাদের দেখার বিষয় নয়, বরং বরিশালের সকল ভোটারই আমার দাওয়াতের আওতাভুক্ত। আমি সবার কাছেই হাতপাখার দাওয়াত নিয়ে হাজির হবো এবং নগরবাসীকে ভোটের দিন কেন্দ্রে উপস্থিত হয়ে হাতপাখায় ভোট দেয়ার অনুরোধ করবো।

 

 

শনিবার দুপুরে নগরীর বাংলাবাজার এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

 

তিনি বলেন, পূর্ব অভিজ্ঞতার কারণে নির্বাচন কমিশনের ওপর সুষ্ঠু ভোট নিয়ে আমাদের শঙ্কা থেকেই যাচ্ছে। সুতরাং যাতে ভোটে কারচুপির সুযোগ না পায় সেক্ষেত্রে নগরবাসীকে সজাগ থাকতে হবে।

 

 

পরে বিকেলে তিনি নগরীর ৯নং ওয়ার্ড নগর ভবন এলাকা, রসুলপুর কেন্দ্রীয় মসজিদ, ১০নং ওয়ার্ড কেডিসি, শিল্পকলা একাডেমী এবং ২৭নং ওয়ার্ড সোনা মিয়ার পোল এলাকায় গণসংযোগ করেন।