বরিশাল

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে লাশ হলেন দুই জেলে

By admin

March 16, 2022

 

বরিশাল প্রতিনিধিঃ সুন্দরবনে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন বরিশালের বানারীপাড়ার দুই জেলে। মঙ্গলবার বিকালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

মৃতরা হলেন- সুশীল বিশ্বাস ও রবি বিশ্বাস। তাদের বাড়ি উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ি গ্রামে।

 

 

এ ঘটনায় পিরোজপুর জেলার কাউখালী ও বরিশাল কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

জানা গেছে, সুন্দরবনে মাছ ধরে বাড়ি ফেরার পথে পটকা মাছ খেয়ে বরিশালের বানারীপাড়ার ১১ জেলে অসুস্থ হয়ে পড়েন। তাদের প্রথমে কাউখালী ও পরবর্তীতে তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন জেলে রবি বিশ্বাসকে সোমবার বিকালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া সেখানে চিকিৎসাধীন অন্য জেলেরা মঙ্গলবার বিকালে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারলেও হিরু বিশ্বাস নামের এক জেলে গুরুতর অসুস্থ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

বিশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম সান্ত বলেন, এক সপ্তাহ আগে কদমবাড়ি গ্রামের ৮নং ওয়ার্ডে জেলে পল্লীর ১১ জন জেলে ৩টি নৌকা নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান। সেখানে তারা মাছধরা শেষে সোমবার নৌপথে বাড়ি ফিরছিলেন। ওই দিন দুপুরে তারা পিরোজপুর জেলার কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে নৌকা রেখে পটকা মাছ দিয়ে ভাত খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তারা তাদের শারীরিক অবস্থা বেগতিক দেখে দ্রুত কাউখালী হাসপাতালে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসককে তারা ওই ঘটনাটি খুলে বলেন। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে জেলে সুশীল বিশ্বাসকে (৪৫) মৃত ঘোষণা করেন।

 

তিনি বলেন, গুরুতর অসুস্থ তিন জেলে রবি বিশ্বাস, হিরু বিশ্বাস ও সৌরভ বড়ালকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

 

বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. রেজওয়ানুর আলম বলেন, পটকা মাছের পাকস্থলীতে এক ধরনের বিষ থাকে। এক্ষেত্রে যদি কোনো মানুষ ওই পটকা মাছ খায়, তাহলে তার দেহে বিষ (মানবদেহে) ঢুকে যাবে এবং তার শরীরে বিষক্রিয়ার সৃষ্টি করবে। এমনকি তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মৃত্যু হতে পারে। এজন্য তিনি সবাইকে পটকা মাছ খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন।