ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২৩
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: সুদানের সশস্ত্র বাহিনীতে আধাসামরিক বাহিনী আরএসএফের অন্তর্ভুক্তি নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে একটি মতবিরোধ তৈরি হয়েছিল
সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৬৩ জন। দেশটির চিকিত্সকরা এ তথ্য দিয়েছেন।
সোমবার এক বিবৃতিতে সুদান ডাক্তার সিন্ডিকেট বলেছে, ১৫ এপ্রিল থেকে বর্তমান পর্যন্ত চলা সহিংসতায় ৩,৫৩১ জন আহত হয়েছেন।
স্থানীয় চিকিত্সকদের এ বেসরকারি সংগঠনটি বলেছে, সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ দারফুর প্রদেশের প্রাদেশিক রাজধানী নিয়ালা শহরে দুই সামরিক গোষ্ঠীর মধ্যে চলা সংঘর্ষে ২৮ জন বেসামরিক লোক নিহত হয়েছে।
এর আগে গত সপ্তাহে সুদান ডাক্তার সিন্ডিকেট বলেছে, ‘চলমান সহিংসতায় সুদানে ৮৫০ জন নিহত এবং ৩,৩৯৪ জন আহত হয়েছেন।’
এদিকে সৌদি আরবে দুই বিবাদমান পক্ষের মধ্যে আলোচনার পর সোমবার সুদানি সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে একটি সাত দিনের যুদ্ধবিরতি কার্যকর হতে চলেছে।
সুদানের সশস্ত্র বাহিনীতে আধাসামরিক বাহিনী আরএসএফের অন্তর্ভুক্তি নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে একটি মতবিরোধ তৈরি হয়েছিল। ওই বিষয়টি নিয়েই দেশটিতে বর্তমানে সংঘাত চলছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক