লিড নিউজ

সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২

By admin

June 07, 2023

 

নবকন্ঠ ডেস্ক, বরিশাল: সিলেটের নাজিরবাজার এলাকায় ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ১৫ জন।

 

 

বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানা পুলিশের ডিউটি অফিসার মো. শফিকুল ইসলাম।

 

 

 

তিনি বলেন, ভোরে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক ও সিলেট থেকে শ্রমিকবাহী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যান। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। নিহতরা সবাই নির্মাণশ্রমিক।

 

 

 

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে উপ-পরিচালক মনিরুজ্জামানের নেতৃত্বে ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করে সিলেট ফায়ার সার্ভিসের সাতটি টিম।