বরিশাল

সায়েস্তাবাদ ইউনিয়ন আ’লীগের সভাপতির ইন্তেকাল

By admin

February 09, 2022

 

বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক মো. রুবেল হোসেন মামুন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। বুধবার বেলা ৩টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

সায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার লাবনী সিকদার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘বৃহস্পতিবার সকাল ১১টায় নিজ গ্রামে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক গোরস্থানে তাকে চির নিদ্রায় শায়িত করা হবে।

 

এদিকে, আওয়ামী লীগ নেতা মামুন তালুকদারের মৃত্যুতে তার নিজ এলাকা এবং আওয়ামী লীগ অঙ্গনে শোকের ছায় নেমে এসেছে। মরহুমের আত্মার শান্তি এবং মাগফেরাত কামনা করেছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।

 

শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবিক্ষণ কমিটির মন্ত্রী মর্যাদায় আহ্বায়ক এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ- এমপি, বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।