শিরোনাম

সাব-রেজিস্ট্রারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

By admin

January 11, 2023

 

আল আমিন মিলন, আত্রাই প্রতিনিধি: চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর দপ্তরে এখতিয়ার বহির্ভুত হস্তক্ষেপকারী ও বর্বরোচিত হামলাকারী সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁর আত্রাইয়ে মানববন্ধন করা হয়েছে।

 

বুধবার( ১১ জানুয়ারি) উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের সামনে রেজিষ্টেশন পরিবার আত্রাই নওগাঁর ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। আত্রাই দলিল লেখক সমিতির সভাপতি কায়েম উদ্দিন সরদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাব-রেজিস্ট্রার পরিতোষ কুমার অধিকারী, দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন সন্দেশ, প্রচার সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, অফিস সহকারী শহিদুল ইসলাম প্রমুখ।

 

উক্ত মানববন্ধনে দলিল লেখক ও নকল নবিশগণ উপস্থিত ছিলেন।