শিরোনাম

সাপাহারে ১১ জন মোটরসাইকেল চালককে জরিমানা

By admin

December 08, 2022

 

 

সোহেল চৌধুরী রানা, সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে মোবাইল কোর্ট অভিযানে ১১ জন মোটর সাইকেল চালককে জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইসলামপুর মোড়ে থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্টের এ অভিযান পরিচালনা করা হয়।

 

 

এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ১১ জন মোটর সাইকেল চালককে ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং হেলমেট না পড়ে গাড়ি চালানোর অপরাধে মোট ৮ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন সাপাহার থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক হোসেন।