শিরোনাম

সাপাহারে স্বাধীনতা কাপ প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

By admin

March 20, 2023

 

সোহেল চৌধুরী রানা, সাপাহার  প্রতিনিধিঃ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে নওগাঁর সাপাহারে স্বাধীনতা কাপ প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

 

সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ফুটবল একাদশ বনাম সাংবাদিক ফুটবল একাদশ মধ্যকার প্রীতি ম্যাচ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় সাংবাদিক ফুটবল একাদশ কে ৩-০ গোলে পরাজিত করে জয় তুলে নেয় উপজেলা প্রশাসন ফুটবল একাদশ।

 

 

এসময় উপজেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও ফুটবল প্রেমীরা উপস্থিত ছিলেন।

 

 

খেলা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল খেলোয়াড়ের হাতে শুভেচ্ছা উপহার তুলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ান কবীর।