শিরোনাম

সাপাহারে ভুটভুটি উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু

By admin

May 28, 2022

 

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় তাহারুল ইসলাম (৪২) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

 

শনিবার বেলা ৩ টার দিকে সাপাহার-পোরশা রোডের বাসুুলডাঙ্গা মোড় এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তাহারুল ইসলাম চাঁপাই নবাবগঞ্জ জেলার কানসাট ভবানীপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানাযায়, গরু ব্যবসায়ী তাহারুল ইসলাম গরু কেনার উদ্দেশ্যে বাড়ী হতে রওয়ানা হয়ে ভুটভুটিতে যোগে সাপ্তাহিক সাপাহার পশুরহাটে আসছিল। রাস্তায় তার ভুটভুটিটি উক্ত স্থানে পৌঁছিলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে উল্টে খাদে পড়ে যায়।

 

এসময় অন্যান্য যাত্রীরা ভাগ্যক্রমে বেঁচে গেলেও গরু ব্যবসায়ী তাহারুল ভুটভুটির চাপা পড়ে ঘটনা স্থলেই মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন বলে জানান সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার।