ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২২
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ঈদের অনন্দ ভাগাভাগি করে নিতে গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সাপাহার থানা পুলিশ।
শনিবার দুপুরে সাপাহার থানা পুলিশের আয়োজনে উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদে কর্মরত ৫২ জন গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে সেমাই, চিনি ও আতব চাউল বিতরণ করা হয়।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, আসন্ন ঈদুর ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া স্যারের সদয় নির্দেশনা মোতাবেক সাপাহার থানা পুলিশের পক্ষ থেকে গ্রাম পুলিশদের জন্য ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
এসময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মাহমুদ, পুলিশ উপ-পরিদর্শক জিন্নাতুল সহ সাপাহার থানায় কর্মরত অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক