শিরোনাম

সাপাহারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা

By admin

April 07, 2022

 

সোহেল চৌধুরী রানা, সাপাহার প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার দিঘীরহাট বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখতে সাপাহার থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় অতিরিক্ত মূল্যে মাছ ও বিভিন্ন পণ্য বিক্রি ও দোকানে মূল্য তালিকা না থাকার অপরাধে ৫ জন ব্যবসায়ীকে ৫ টি মামলায় ৮ হাজার ৫০০ টাকা অর্থদন্ড দেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

 

অভিযানে মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার, থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) নুরল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন।