শিরোনাম

সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

By admin

April 28, 2022

 

সোহেল চৌধুরী রানা, সাপাহার প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে জাতীয় পুষ্টি উপজেলা কমিটির উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলার ১০০ জন অসহায় মানুষদের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

পরে“ সঠিক পুষ্টিতে সুস্থ্য জীবন” প্রতিপাদ্য বিষয়ের আলোকে জাতীয় পুষ্টি উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ রেখে বক্তব্য প্রদান করেন কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাঃ রুহুল আমিন।

 

এসময় শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান, গোয়ালা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, পাতাড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আইহাই ইউপি চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার রিপোর্টার্স ফোরাম সাবেক সভাপতি ও প্রেসক্লাব সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক সহ উক্ত অনুষ্ঠানে পুষ্টি কমিটির সকল সদস্য গন উপস্থিত ছিলেন।