শিরোনাম

সাপাহারে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

By admin

May 26, 2022

 

সোহেল চৌধুরী রানা, সাপাহার প্রতিনিধিঃ ছাত্রদল কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে এবং ছাত্রদলের সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে নওগাঁর সাপাহারে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা ছাত্রলীগ ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে সাপাহার সরকারি কলেজ মাঠে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক শাহিন আলমের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

 

এসময় সাপাহার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহাফুজ, উপজেলা ছাত্রলীগের বনি ইসরাইল, রাশেদ খান মেনন, অপু রাসেল, মুন্না আহম্মদ সহ উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।