শিরোনাম

সাপাহারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

By admin

February 21, 2023

 

সোহেল চৌধুরী রানা, সাপাহার প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান বিষয়ে আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।

 

 

 

এসময় উপস্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লূনা, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী, থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবীর, জেলা পরিষদ সদস্য ইস্ফাত জেরিন মিনা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লা প্রমূখ।