নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের ফরম বিক্রির দ্বিতীয় দিন সোমবার মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে মনোনয়ন কিনেছেন জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা।
একই দিন তাঁর চাচা আবুল খায়ের খোকন সেরনিয়াবাদের মনোনয়ন জমা দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের ১০ কাউন্সিলর। মনোনয়নপত্র জমা দেয়ার পরে তারা সাংবাদিকদের বলেছেন, বরিশালের মানুষ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের জন্যই আবুল খায়ের সেরনিয়াবাতের পক্ষে অবস্থান নিয়ে তারা।
এসময় কাউন্সিলরদের মধ্যে হুমায়ুন কবির, জিয়াউল হক বিপ্লব, তৌহিদুল ইসলাম বাদশা, এনামুল হক বাহার, ফরিদ উদ্দিন আহমেদ, আনিসুর রহমান শরীফসহ পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম অনুসারী ১০ কাউন্সিলর উপস্থিত ছিলেন।
এর আগে কার্যক্রম শুরুর দিন রোববার আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহণ করেন তিনজন। এ নিয়ে এখন পর্যন্ত চারজন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক সায়েম খান নিশ্চিত করেছেন।
এদিকে, মঙ্গলবার আরও দুজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে। এরা হলেন- ফরচুন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মিজানুর রহমান ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র কর্মপরিষদের সাবেক সহ-সভাপতি মঈন তুষার।
এর আগে প্রথম দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন- সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর চাচা আবুল খায়ের ওরফে খোকন সেরনিয়াবাত, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন এবং বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন।
এদিকে, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর জানিয়েছেন, নির্বাচনে মহানগর ও জেলা আওয়ামী লীগের একক প্রার্থী বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এজন্য জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সোমবার বেলা ১২টায় রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে সাদিকের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ মহানগর এবং জেলা আওয়ামী লীগ, উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়ররা এসময় উপস্থিত ছিলেন।