বিনোদন ডেস্কঃ স্ত্রীক করোনা আক্রান্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। মঙ্গলবার (১ ডিসেম্বর) তৌসিফ মাহবুব তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এ তথ্য নিশ্চিত করেছেন।
সস্ত্রীক হাসপাতালের একটি ছবি পোস্ট করেছেন তৌসিফ বলেন, ‘প্রতিটি স্বামীকে এই দিনটি দেখতে হবে। সৃষ্টিকর্তা সবাইকে শক্তি দান করুন সেই আশা করি। করোনায় শুধু বউ নয়, তার বাড়ির সবাই ও আমি আক্রান্ত হয়েছি। আমাদের সবার জন্য দোয়া করবেন।’
২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি বিয়ে করেন তৌসিফ-জারা। সুখী দম্পতি হিসেবে বন্ধুমহলে তাদের বেশ সুনাম আছে। তৌসিফ বর্তমানে বেশ আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অন্যতম অভিনেতা। যদিও সাম্প্রতিক পর্বগুলোতে তাকে দেখা যাচ্ছে না।
অন্যদিকে, চলতি মাসে ‘ম্যারেজ মিডিয়া’ নামের নাটকের কাজ শেষ করেছেন এই শিল্পী। এতে তার বিপরীতে আছেন সাফা কবির।
উল্লেখ্য ছোট পর্দার অভিনয় জগতে করোনার হানা পড়েছে বেশ কয়েকদিন আগেই। গত ২ নভেম্বর করোনা আক্রান্ত হন অপূর্ব। এতে তার শারিরীক অবস্থার ব্যাপক অবনতি হয়। শেষ পর্যন্ত করোনা জয় করে বুধবার (১১ নভেম্বর) হাসপাতাল ছেড়ে বাসায় ফেরেন।
এছাড়া করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেতা তাহসান, আজিজুল হাকিম, চিত্রনায়িকা পলি, তানজিন তিশা ও পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ।