রাজনীতি

সস্ত্রীক করোনায় আক্রান্ত মির্জা আব্বাস

By admin

November 04, 2020

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ বুধবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গতকাল মঙ্গলবার তাদের করোনা পরীক্ষা করালে রেজাল্ট পজিটিভ আসে বলে জানান তিনি। এর আগে মির্জা আব্বাস দম্পতি দুদিন ধরে অসুস্থ ছিলেন। বর্তমানে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় আইসোলেশনে রয়েছেন।

 

মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান শায়রুল কবির খান।