সরকারী কর্মকর্তাকে মারধরের প্রতিবাদে বাউফলে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০

সরকারী কর্মকর্তাকে মারধরের প্রতিবাদে বাউফলে সংবাদ সম্মেলন
নিউজটি শেয়ার করুন

 

বাউফল ॥ বাউফলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনছার উদ্দিন মোল্লার উপর হামলার ঘটনায় আসামি গ্রেফতার ও শাস্তির দাবিতে আজ রবিবার বেলা ১১ টার দিকে ইউএনওর কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল ইসলাম, বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ এসোসিয়েশনের সভাপতি ধীরেন্দ্র ঘরামী, সহসম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

 

বক্তারা অবিলম্বে হামলাকারী চেয়ারম্যান শাহিন হাওলাদারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

উল্লেখ, গত ২৯ অক্টোবর সন্ধ্যায় কনকদিয়া বাজারে কনকদিয়া ইউপির চেয়ারম্যান শাহিন হাওলাদার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনছার উদ্দিন মোল্লাকে মারধর করেন। এঘটনায় ওই দিন রাতে চেয়ারম্যান শাহিন হাওলাদারকে আসামী করে বাউফল থানায় একটি মামলা দায়ের করা হয়।


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ