ব্রেন্ডন টেলরের সেই বিবৃতির পরই ধারণা করা হচ্ছিল, সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে যাচ্ছেন তিনি। আজ শুক্রবার নিশ্চিত হলো বিষয়টি। চারটি নিয়ম ভাঙার অভিযোগে আইসিসি সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা দিয়েছে জিম্বাবুইয়ান ক্রিকেটারকে।
স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও গোপন করেছিলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক। বিষয়টা যখন দিন চারেক আগে জানালেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে, তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল, বড় নিষেধাজ্ঞাই নেমে আসছে তার ওপর। আইসিসির আনুষ্ঠানিক বিবৃতিতে পরিষ্কার হলো বিষয়টা।
আজ শুক্রবার এক বিবৃতিতে আইসিসি জানায়, সংস্থাটির দুর্নীতি বিরোধী নীতিমালার চারটি ধারা ভাঙার অভিযোগ আনা হয়েছে তার ওপর। এখানেই শেষ নয়, অভিযোগ আছে ডোপিং বিরোধী নীতিমালার একটি ধারা ভাঙারও। সবকিছুর মিশেলে তার ওপর নেমে আসে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা।