জাতীয়

সবজির বাজারে অস্বস্তি: শিম ১২০, করল্লা ১০০ টাকা

By admin

October 28, 2022

 

সবজির বাজারে স্বস্তির দেখা মিলছে না। প্রতিদিনই বাড়ছে সবজির দাম। বাজারে ৬০ টাকার কমে সবজি পাওয়া কঠিন। আর শতকের ঘরেও অবস্থান করছে অনেক সবজি। শুক্রবার (২৮ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকার বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

 

 

বাজারে পেঁপের কেজি ৪০ টাকা। এর কমে বা এই দামেও অন্য কোনো সবজি মিলছে না। এক কেজি করল্লা কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। আবার ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে এক কেজি শিমের জন্য।

 

 

বাজারে চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে, একই দামে বিক্রি হচ্ছে পটল। ঢেঁড়সের কেজি ৭০ টাকা, কচুর লতি ৮০ টাকা, বরবটি বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে, দুন্দলও বিক্রি হচ্ছে ৭০ টাকায়।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

আকারভেদে চাল কুমড়া বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়, লাউ ৬০ থেকে ৮০ টাকা, মিষ্টি কুমড়ার ফালি ৩০ থেকে ৪০ টাকা, কচুর মুখি ৬০ টাকা।

 

 

এছাড়া কাঁচামরিচের কেজি ৮০ থেকে ১০০ টাকা, কাঁচা কলার হালি ৪০ থেকে ৫০ টাকা, লেবুর হালি ২০ থেকে ৩০ টাকা। বাঁধাকপি ৫০ টাকা পিস, শসার কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।