বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, বরিশালে সম্প্রীতি বন্ধন আজকে থেকে না। যুগেযুগে এ বন্ধন চলে আসছে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু যে চেতনাকে ধারন করে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিল তার প্রতীক সাম্প্রদায়িক সম্প্রীতি যা বরিশালের মানুষের সুমহান ঐতিহ্য।
বুধবার (১৩ অক্টোবর) নগরীর ঐতিহ্যবাহি শ্রী শ্রী শংকর মঠে শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, আমার জন্মের পর থেকে বরিশালে সম্প্রীতি বন্ধন দেখে আসছি। ধর্ম যার যার উৎসব সবার এ কথা আমরা মনে ধারন করি। গত বছর করোনার কারনে পূজামণ্ডপ গুলোতে আসতে পারিনি। এবছর ঘুরছি ভালো লাগছে। আপনাদের যেমন আনন্দ লাগছে আমারও খুব ভালো লাগছে।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি তমাল মালাকার, সাধারণ সম্পাদক চঞ্চল দাস পাপ্পা,শংকর মঠ পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার দে,সাধারণ সম্পাদক লিমন কৃষ্ণ সাহা কানু, কোষাধ্যক্ষ বাপ্পী দাস, সাংগঠনিক সম্পাদক আকাশ দাস, দপ্তর সম্পাদক সৌরভ দে, সাংস্কৃতিক সম্পাদক জয় সরকার প্রমূখ।