শ্রীলঙ্কায় পুলিশের গুলিতে বিক্ষোভকারী নিহত, আহত ১৪

প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে পুলিশ। এতে এক বিক্ষোভকারী নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির রামবুক্কানা শহরে বিক্ষোভকারীদের ওপর পুলিশের ওই গুলিবর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

 

এদিন শ্রীলঙ্কার প্রধান জ্বালানি খুচরা বিক্রেতা জ্বালানির মূল্য প্রায় ৬৫ শতাংশ বাড়ালে দেশটির বিভিন্ন জায়গায় নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ছাড়া একইদিন গমের আটার মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যের মূল্যও বৃদ্ধি পেয়েছে। হাজার হাজার উত্তেজিত মোটরসাইকেল চালক এবং বাসচালক ক্যান্ডি শহরের সঙ্গে রাজধানী কলম্বোর সংযোগ স্থাপনকারী হাইওয়েতে টায়ার জ্বালিয়ে অবরোধ তৈরি করেন।

 

দেশটির পুলিশের মুখপাত্র নিহাল তালদুওয়া বিবিসি অনলাইনকে বলেছেন, বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ‘গুলি করতে বাধ্য’ হয়েছে। বিক্ষোভকারীরা কিছু টায়ারে আগুন দেয়। তাই তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। এমনকি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ‘সর্বনিম্ন শক্তি’ ব্যবহারেরও দাবি করছে।

 

পুলিশের দাবি, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ও অন্যান্য বস্তু ছুড়েছে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। কিন্তু পাথরের প্রতিক্রিয়ায় গুলি ছোড়াকে কোনোভাবে মানতে পারছেন না দেশটির সাধারণ মানুষ।

 

এদিকে বিক্ষোভকারীদের ওপর গুলির ঘটনার নিন্দা জানিয়েছে শ্রীলঙ্কায় নিয়োজিত জাতিসংঘের প্রতিনিধি। এ ছাড়া ঘটনার নিন্দা জানিয়েছে দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দূতরা।

 

বিক্ষোভকারীরা বলছেন, প্রেসিডেন্টের নীতির কারণেই এই সংকট তৈরি হয়েছে। তবে প্রেসিডেন্ট পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন। গোতাবায়া রাজাপাকসে স্বীকার করেছেন তিনি বেশকিছু ‘ভুল’ করেছেন যা পরিস্থিতিকে খারাপের দিকে নিয়ে যেতে ভূমিকা রেখেছে। তবে সোমবার নতুন মন্ত্রিসভায় তাকে রাখায় অনেক শ্রীলঙ্কানকে বিক্ষুব্ধ করেছে। প্রসঙ্গত, চলমান সংকটের মধ্যেই সোমবার নতুন করে মন্ত্রিসভা গঠিত হয়।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ