ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৩
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: অপরিবর্তিত দল নিয়েই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে শেষে এমন ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগের দিন সন্ধ্যায় দলে সুযোগ পান শামীম। কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের দলে আছেন ২২ বছর বয়সী এই বাঁ-হাতি ব্যাটার।
ইংল্যান্ডের কাছে প্রথম দুই ওয়ানডে হেরে সাত বছর পর ঘরের মাঠে সিরিজ হারের লজ্জা পায় বাংলাদেশ। প্রথম ওয়ানডে ৩ উইকেটে ও দ্বিতীয় ম্যাচ ১৩২ রানে হারে টাইগাররা।
হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে আগামী ৬ মার্চ চট্টগ্রামের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরি, তৌহিদ হৃদয়, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক