শিরোনাম

শেরপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সহকারী পুলিশ সুপার দিদারুল

By admin

September 11, 2023

 

মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধি: ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে শেরপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) হিসেবে মোঃ দিদারুল ইসলাম যোগদান করেছেন।

 

 

সোমবার (১১ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়, শেরপুরে জেলা পুলিশের এই নবীন কর্মকর্তা যোগদান উপলক্ষে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা।

 

 

এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান ও সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) তাহমিনা আক্তার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

 

উল্লেখ্য, জেলা পুলিশের এই নবীন চৌকস কর্মকর্তা ৩৭ তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে ২০১৯ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। সর্বশেষ তিনি গাজীপুর মোট্টপলিটন পুলিশে কর্মরত ছিলেন।