শিশুর প্রতি সহিংসতা ও ক্ষতিকর অভ্যাস শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২২

শিশুর প্রতি সহিংসতা ও ক্ষতিকর অভ্যাস শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিউজটি শেয়ার করুন

 

পাথরঘাটা প্রতিনিধি:: পাথরঘাটায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়ীত একসিলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও ক্ষতিকর অভ্যাস শীর্ষক ‘মতবিনিময় সভা’ আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় পাথরঘাটা বরগুনা। মতবিনিময় সভাটি পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

 

 

মত বিনিময় সভায় সভাপতিত্ব করে পাথরঘাটা উপজেলা নির্বাহি অফিসার সুফল চন্দ্র গোলদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা গোলাম কবির চেয়ারম্যান উপজেলা পরিষদ পাথরঘাটা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ফাতিমা পারভীন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন আকন মেয়র পাথরঘাটা পৌরসভা।

 

 

সভার সভাপতি উপজেলা নির্বাহি অফিসার সুফল চন্দ্র গোলদার বলেন, ” প্রাতিষ্ঠানিক ও কারিগরী শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে। প্রয়োজনীয় পারিবারিক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে। এর মাধ্যমেই শিশুরা সবরকমের সহিংসতা থেকে মুক্তি পাবে। অভিভাবকদের শিশুদেরকে উপযুক্ত শিক্ষা দিতে হবে। শিশুদের প্রতি সচেতন হতে হবে। ”

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

সভার প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, ” আমাদের সন্তানদের সুসন্তান তৈরি করতে হবে। সন্তানদের সুশিক্ষায়, নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমরা চাই শিশুদের প্রচেষ্টায় শিশুদের মান উন্নয়ন হোক।”

 

 

বিশেষ অতিথি পাথরঘাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আকন বলেন, ” শিশুরা যাতে লাঞ্ছিত না হয় নস্ট না হয় সেজন্য সবার সর্তক থাকতে হবে। শিশুদের প্রতি যত্নবান হতে হবে। শিশুদের ভালোবেসে সমাজের কাজে এগিয়ে নিয়ে আসতে হবে। ”

 

 

সভা সঞ্চলনা করেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা জসীম উদ্দীন। সভায় স্বাগত বক্তৃতা দেন জাফরিন জাহান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। সভায় উপস্থিত ছিলেন পাথরঘাটা সদর ইউনিয়ন চেয়ারম্যান আলমগির হোসেন, ইউপি সদস্য রাজিয়া , প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিন সোহেল, পাথরঘাটা এনসিটিএফ সভাপতি শোয়েব তাসিন ও সাধারণ সম্পাদক তাসনিয়া মৌলি, প্রকল্প সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ ও শিক্ষক বৃন্দ।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ