ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১
পাথরঘাটা প্রতিনিধি : ৪ জানুয়ারি সকালে বরগুনার পাথরঘাটায় আবুল বাশার (৩৮) নামের এক ব্যবসায়ী মোটর বাইক দুর্ঘটনায় মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, বাইক চালিয়ে যাবার পথে ১০ বছর বয়সী আব্দুল্লাহ নামক একটি শিশুকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়ে আবুল বাশার নিজেই গাছের সঙ্গে সজোরে ধাক্কা খান।পরে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আবুল বাশারের বাবার নাম মৃত মজিবুর রহমান। তার গ্রামের বাড়ি পাথরঘাটার পশ্চিম বাদুরতলা গ্রামে। উপজেলার হাড়িটানা কামাল ফরাজীর বাড়ি সংলগ্ন রাস্তায় ৩ জানুয়ারি বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এই মোটরবাইক দূর্ঘটনাটি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মারা যান তিনি।
মৃত আবুল বাশার পাথরঘাটা পৌরশহরের রাসেল স্কয়ার সংলগ্ন বেকারির ব্যবসা করে আসছিলেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক