পটুয়াখালী : পটুয়াখালীর দুমকিতে ১৩ বছরের বাক প্রতিবন্ধী এক শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক সুভাষ দেবনাথ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৩টায় সদর উপজেলার পুকুরজোনা বাজার এলাকায় অভিযান চালিয়ে জেলা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর দুর্গাপূজার দশমির দিন ১৩ বছরের বাক প্রতিবন্ধী শিশুটির বাবা মা তাকে বাড়িতে রেখে পটুয়াখালী শহরে পূজা দেখতে আসে। রাত সাড়ে ৮টায় বাবা ও মা বাড়ি ফিরে শিশুটিকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়ে আর জাগায়নি। পরের দিন সকালে ঘুম থেকে জেগেই শিশুটি ধর্ষণের বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।
এ ঘটনায় শিশুটির বাবা দুমকি থানায় একটি মামলা দায়ের করেন।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শেখ বিলাল হোসেন জানান, গ্রেফতার হওয়া অভিযুক্ত ধর্ষককে আদালতে উপস্থাপন করে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।