সারাবাংলা

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

By admin

September 06, 2020

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতের নাম বাদশা (২২)। তিনি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের মো. রফিকের ছেলে।

 

স্থানীয়দের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, রাত সাড়ে ১১টার দিকে নিহত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকার সীমান্ত পিলার ৩এস ও ৪এস পিলারের মধ্য দিয়ে মাদক চোরাচালানি করছিলেন বাদশা এবং তার সহযোগীরা। এ সময় ভারতের সবদেলপুর বিএসএফ সদস্যরা গুলি চালান। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বাদশা মারা যান।

 

এদিকে রোববার সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ কাঁটাতারের বেড়াসংলগ্ন বাংলাদেশ প্রান্তে একটি গর্তে পড়েছিল এবং ভারতীয় ভখণ্ড থেকে বিএসএফ সদস্যদের লাশটি পাহারা দিতে দেখা গেছে।

 

এ ব্যাপারে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।