ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২২
ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ ছাড়াও নানা উন্নয়নের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই নোবেল পুরস্কার পেতে পারেন বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (২২ জুন) বিকেলে জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে আয়োজিত সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
পদ্মা সেতু নিয়ে অনেকভাবে ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পদ্মা সেতু যাতে না হয় সেই ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে হাল ধরেছিলেন বলেই পদ্মা সেতু হয়েছে। মেট্রোরেল হচ্ছে এবং চট্টগ্রামে টানেল হচ্ছে। পাশাপাশি কক্সবাজারে আন্তর্জাতিক এয়ারপোর্টও হতে যাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন- নারীদের ক্ষমতায় আনতে হবে। নারীদের নিয়ে একসঙ্গে চলতে হবে। ঘরের ভেতরে যদি অর্ধেক শক্তিকে বসিয়ে রাখি তাহলে আমরা কোনোদিন এগিয়ে যেতে পারবো না। আজকে নারীরা সমান তালে চলছে, বলেই আমরা এগিয়ে যাচ্ছি।
মন্ত্রী অনুরোধ করে বলেন, আপনারা এই (কিডনি বিক্রয়) ধরনের ট্র্যাপে পড়বেন না। কিডনি দেওয়া যায়, এক ভাই তার ছোট বোনকে দিয়েছে। ভাই-বোন, আত্মীয়-স্বজন অর্থাৎ যেখানে টাকার লেনদেন নেই সেখানে কিডনি দেওয়া অন্য কথা। কিন্তু ব্যবসার জন্য প্রলোভন দেখিয়ে, টাকা না দিয়ে প্রতারণা করা। এসব অন্যায়ের কোনো তুলনা হয় না। আমি এখানকার এসপি মহোদয়কে বলব- আপনি ওইসব প্রতারককে খুঁজে বের করবেন। তাদের গ্রেফতার করুন, যেন যাবজ্জীবন শাস্তি হয়, সেই ব্যবস্থা করুন।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু। এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহমদ ভূঁইয়া, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক গোলাম হাক্কানী, সদস্যসচিব নন্দলাল পাশী প্রমুখ বক্তব্য রাখছেন।
অনুষ্ঠানে জেলার ১০০ জন মাদক কারবারিকে স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন ছাড়াও কালাই উপজেলার ১৫ জন অসুস্থ কিডনি প্রদানকারীকে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তার লক্ষ্যে প্রধান অতিথির মাধ্যমে ১০ জন মাদক কারবারি ও পাঁচজন অসুস্থ কিডনি প্রদানকারীকে আর্থিক সহায়তার খাম তুলে দেওয়া হয়।
এ দিন সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ শেষে সদরের চকবরকত পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবনের উদ্বোধন ছাড়াও অনুষ্ঠানের আগে জয়পুরহাট পুলিশ লাইন্স হাইস্কুলের নাম পরিবর্তন করে ‘শহীদ পুলিশ সুপার নজমুল হক পুলিশ লাইন্স হাইস্কুল’ এর নামফলকসহ জয়পুরহাট পুলিশ লাইন্সে অবস্থিত নবনির্মিত মুক্তিযুদ্ধ কর্নার ‘গৌরবময় স্বাধীনতা’ এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক