শা‌বিপ্রবি ভি‌সির পদত্যাগের দাবি‌তে ব‌রিশা‌লে মশাল মি‌ছিল

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২২

শা‌বিপ্রবি ভি‌সির পদত্যাগের দাবি‌তে ব‌রিশা‌লে মশাল মি‌ছিল
নিউজটি শেয়ার করুন

 

শা‌বিপ্রবির ভি‌সির পদত‌্যা‌গের দাবি‌তে ব‌রিশা‌লে মশাল মি‌ছিল ক‌রে‌ছে প্রগ‌তিশীল ছাত্র সংগঠ‌নের নেতাকর্মীরা।

 

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ‌্যার পর নগরী‌তে এই মি‌ছিল করা হয়।

 

না‌জির মহল্লা এলাকা থে‌কে মশাল মি‌ছিল‌টি শুরু হ‌য়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গি‌য়ে শেষ হয়।

 

এসময় উপস্থিত ছি‌লেন, ছাত্র ইউনিয়ন বিএম ক‌লে‌জ শাখার সভাপ‌তি কি‌শোর কুমার বালা, ছাত্র ফেডা‌রেশ‌নের জেলা সভাপ‌তি মো. জা‌বের, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল জেলা সংগঠক হুজাইফা রহমান, রা‌কিব মাহামুদ, ব‌রিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক সুজয় শুভ, ক‌বি ছোটন্দ্রনাথ চক্রবর্তী, সুমাইয়া আরেফিন প্রমুখ।

 

মশাল মি‌ছি‌লে শা‌বিপ্রবি ভি‌সি বিরোধী নানা শ্লোগান দেয় নেতাকর্মীরা।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ