আন্তর্জাতিক

শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ড, শিশুসহ ২১ জনের মৃত্যু

By admin

November 18, 2022

 

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: ফিলিস্তিনের গাজা উপত্যকায় শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে ১০ শিশুসহ কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

 

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়েছে। সেখানে পুরো ভবনে আগুন জ্বলতে দেখা গেছে।

 

 

 

গাজার উত্তরাঞ্চলের একটি হাসপাতালের পরিচালক সালাহ আবু লায়লা জানিয়েছেন, জাবালিয়া নামে জনবহুল একটি শরণার্থী শিবিরে ভয়াবহ আগুন লেগেছে।

 

 

 

রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে, এমন ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর স্থানীয় একজন কর্মকর্তা।

 

 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আটটি শরণার্থী শিবিরের একটি জাবালিয়া। ঐ শিবিরে প্রায় ৬ লাখ লোকের বাস।

 

 

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অগ্নিকাণ্ডকে জাতীয় শোক বর্ণনা করে শুক্রবার একদিনের শোক ঘোষণা করেছেন।

 

 

সূত্র: বিবিসি