বরিশাল বিভাগ

লালমোহনে ১৫ মণ জাটকা জব্দ

By admin

January 25, 2021

 

লালমোহন : ভোলার লালমোহন উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১৫ মণ জাটকা ইলিশ জব্দ করেছেন কোস্টগার্ড সদস্যরা। পরে জব্দকৃত এসব জাটকা উপজেলার বিভিন্ন লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়।

 

সোমবার (২৫ জানুয়ারী) ভোরে সাগর মোহনা থেকে ট্রলারে বোঝাই করে এসব জাটকা ইলিশ বরিশালে নেয়া হচ্ছিল বলে জানাগেছে।

 

লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তেঁতুলিয়া নদীর মুন্সিরচর এলাকায় টহলের সময় জাটকা বোঝাই ওই ট্রলারটিকে আটক করেন কোস্টগার্ড সদস্যরা। এসময় ট্রলারটিতে তল্লাশী চালিয়ে এসব জাটকা ইলিশ পাওয়া যায়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।