ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২২
ভোলার লালমোহন ভেদুরিয়া সেরাজিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার সিনিয়র আরবী প্রভাষক মাওলানা মো. বশির উল্যাহকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন লালমোহন উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে লালমোহন চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন করা হয়।
বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন লালমোহন উপজেলা শাখার সভাপতি ও লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসেনর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন লালমোহন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও চতলা হাসেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু জাফর, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন লালমোহন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন বিশ্বাস, সিনিয়র সহসভাপতি মো. হোসেন, ভেদুরিয়া সেরাজিয়া ফাজির মাদ্রাসার প্রভাষক মো. শফিউল্যাহ, দ্বীপশিখা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহীম, বাংলাদেশ বেসরকারি তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের লালমোহন শাখার সভাপতি মো. শাহাবুদ্দিন মিয়া প্রমূখ।
মানববন্ধনে বক্তরা তাদের বক্তব্যে আপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইন অনুযায়ী প্রয়োজণীয় ব্যবস্থা নেয়ার দাবী জানান।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ জানান, মাদরাসা শিক্ষকের উপর হামলার প্রতিবাদে তার ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য বুধবার সকালে ভেদুরিয়া সেরাজিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সামনে সামান্য কথার কাটির জের ধরে এলাকার ছবিরুল হক, ফকরুল আলম লিটন, শাহে আলম, বজলু, নান্নুর নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রভাষক মাওলানা মো. বশির উল্যাহকে বেদম প্রহার করে। পরে স্থানীয়রা বশির উল্যাহকে উদ্ধার করে লালমোহন স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক