বরিশাল বিভাগ

লালমোহনে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

By admin

October 19, 2020

 

লালমোহন : ভোলার লালমোহনে গাঁজাসহ মোঃ আব্বাছ (৩০) ও মোঃ মফিজুল ইসলাম (৩৫) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে লালমোহন থানা পুলিশ।

 

রোববার রাত সোয়া ৯টার দিকে অভিযান চলিয়ে তাদেরকে আটক করা হয়। আটক আব্বাস লালমোহন পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড ওয়েস্টার্ন পাড়া এলাকার মৃত আমীর হোসেনের ছেলে ও মফিজুল ইসলাম পৌরসভা ১১ নম্বর ওয়ার্ড বকশি বাড়ির মৃত তাজুল ইসলামের ছেলে।

 

লালমোহন থানা ওসি মাকসুদুর রহমান জানান, রোববার রাতে অভিযান চালিয়ে আব্বাস ও মফিজুলকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।