লালমোহনে এ্যাম্বুলেন্স খাদে পড়ে আহত ৫

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১

নিউজটি শেয়ার করুন

 

ভোলার লালমোহনে রোগীবাহী এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরি বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

জানা গেছে, চরফ্যাশন থেকে একটি এ্যাম্বুলেন্স রোগী নিয়ে ভোলার দিকে যাচ্ছিলো। এ সময় ডাওরি বাজার সংলগ্ন স্কুল গেইটের সামনে হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। এসময় স্থানীয়রা এ্যাম্বুলেন্সে থাকা রোগী ও তার স্বজনদের উদ্ধার করেছে। তবে এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তারা।

 

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, এ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কবলে পড়লেও কেউ গুরুতর আহত হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনা কবলিত এ্যাম্বুলেন্সটি উদ্ধারের চেষ্টা চলছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ