বরিশাল বিভাগ

লালমোহনে এসএসসি পরীক্ষার্থীর আত্নহত্যা

By admin

February 06, 2022

 

লালমোহনে এসএসপি পরীক্ষার্থীর আত্নহত্যার ঘটনা ঘটেছে। জানা যায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের রাজন আলী পাটওয়ারী বাড়ীর মো. রাহেল পাটওয়ারীর মেয়ে রবিবার সকালে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। মেয়েটি ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী থেকে জানা যায়, তার পরিবার তার বিয়ে ঠিক করে এতে মেয়েটি রাজি ছিল না। পরিবার বিয়ের সিদ্ধান্তে অটল থাকলে এবং মেয়েটিকে জোর করে বিয়ে দেয়ার চেষ্টা করলে মেয়েটি আত্মহত্যা করে। এ ব্যাপারে মেয়েটির বাবা রাহেল পাটওয়ারীর মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। পোস্টমর্টেম করার জন্য লাশ ভোলায় প্রেরণ করা হয়েছে।