শিরোনাম

লালমনিরহাটে মাজার ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

By admin

July 01, 2025

 

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় হযরত খাজা আবুল শাহ্ চিশতী (কুচবিহার) এর মাজার শরীফে হামলা ও ভাংচুরের ঘটনায় প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১জুলাই)দুপুরে মাজার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মাজারের খাদেম জাহাঙ্গীর শাহ্ চিশতীর পরিবার, মাজারের ভক্তবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী।

 

 

মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী কালীগঞ্জ উপজেলা ছাত্র প্রতিনিধি সেজ্জাদুল শীস। তিনি বলেন, “মাজার ভাংচুর ও ফ্যাসিবাদী কোনো কার্যক্রম মেনে নেওয়া হবে না।”

 

 

এ সময় খাজা আবুল শাহ্ চিশতী (কুচবিহার) মাজারের খাদেম জাহাঙ্গীর শাহ্ চিশতী তার পরিবারের নিরাপত্তা চেয়ে মাজার ভাংচুরের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

 

 

তিনি অভিযোগ করে বলেন, “এর আগে প্রথমবার যখন মাজার ভাঙচুর করা হয়, তখন আমরা কালীগঞ্জ থানায় অভিযোগ করেছিলাম। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এরপর সেই মামলার বাদী আমার স্ত্রী রাবেয়াকে হুমকি দিয়ে মামলা তুলে নিতে বলা হয় এবং আমাদের ওপর হামলা চালানো হয়।

 

 

তিনি আরও বলেন, “এই বিষয়ে আমি যখন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিককে জানাই, তিনি বলেন—আপনি মামলার বীজ গারছেন, মামলা তো হবেই। এখন তারা আরও কিছু করবে।

 

 

বক্তারা বলেন, ধর্মীয় স্থানের ওপর হামলা ও ভাংচুর দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। তারা এ ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।