ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০
পটুয়াখালী : পটুয়াখালীর বাউফলে লাউ গাছের চারা রোপণকে কেন্দ্র করে দায়ের আঘাতে রানী বেগম (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
রানী বেগম স্থানীয় আবুল কাশেম রাঢ়ীর স্ত্রী।
স্থানীয় বাসিন্দা মো. রফিকুল বলেন, সকাল ৮টার দিকে রানী বেগম বাড়ির সামনের রাস্তার পাশে লাউয়ের চারা রোপণ করছিলেন। এ সময় একই বাড়ির আবদুল হালিম (৫০) ও তার স্ত্রী পুষ্প বেগম বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হালিম দায়ের উল্টা পাশ দিয়ে রানী বেগমের ঘাড়ের ওপর আঘাত করেন। এতে জ্ঞান হারান তিনি। পরে বাড়ির অন্য লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এভাবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ হত্যা করা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুষ্প বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক