ঢাকা ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২২
ভুয়া লে. কর্নেল পরিচয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। অবশেষে সালাউদ্দিন নামে ওই প্রতারককে আটক করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভুয়া লে. কর্নেল পরিচয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মহাখালী ডিওএইচএস এলাকা থেকে সালাউদ্দিনকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এভাবে একাধিক মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
তিনি আরও জানান, এ বিষয়ে বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক