ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২২
না ফেরার দেশে চলে গেছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার প্যাকো গেন্তো। ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাবেক এ স্প্যানিশ উইঙ্গার।
আজ মঙ্গলবার, ১৮ জানুয়ারি তাদের নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতিতে গেন্তোর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইউরোপিয়ান জায়ান্ট ক্লাবটি।
গেন্তোর ক্লাব ক্যারিয়ার অবশ্য শুরু হয়েছিল রেসিং সান্তানদারের জার্সিতে। তবে ১৯৫৩ থেকে ১৯৭১ পর্যন্ত দীর্ঘ ১৮ বছর খেলেন তিনি রিয়ালের জার্সি গায়ে। মাদ্রিদের জায়ান্ট ক্লাবটির হয়ে ৬০০ ম্যাচ খেলে গোলের দেখা পান ১৮২টি।
একমাত্র ফুটবলার হিসেবে গেন্তো জেতেন ছয়টি ইউরোপিয়ান কাপ। রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা এ ফুটবলার ১২টি লিগ, দুটি কোপা দেল রে, একটি ইন্টারকন্টিনেন্টাল কাপসহ ক্লাবকে উপহার দেন সব মিলিয়ে ২৪টি ট্রফি।
তার শিরোপা জয়ের রেকর্ডটি অক্ষুণ্ন ছিল ৫০ বছরের বেশি সময়। গত রোববার স্প্যানিশ সুপার কাপ জিতে গেন্তো রেকর্ডটি ছুঁয়ে ফেলেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক