ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কাতার বিশ্বকাপে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) মাঠে নামবে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
কাতার বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দল মাঠে নামার আগে সমর্থকদের মনে প্রশ্ন এই ম্যাচে ফেভারিট কে? পরিসংখ্যান অনুযায়ী, পাঁচবারের মুখোমুখি দেখায় সমানে সমান দল দুটি। লে আলবিসেলেস্তেদের দুই জয়ের বিপরীতে ক্রোয়াটরাও জিতেছে দুটি ম্যাচ, ড্র হয়েছে একটি ম্যাচ।
বিশ্বকাপের মঞ্চেও সমানে সমান দল দুটি। বিশ্ব আসরে এর আগে দুইবার দেখায় ক্রোয়েশিয়া একটি ম্যাচ জিতেছে, আর্জেন্টিনাও একটি। তবে সবশেষ দুই দলের দেখায় জয় পেয়েছিল ক্রোয়াটরা। ২০১৮ সালের বিশ্বকাপে আলবিসেলেস্তেদের ৩-০ গোলে হারায় ক্রোয়েশিয়া।
২০১৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে অতিরিক্ত সময়ের গোলে হারা আর্জেন্টিনা চার বছর পর রাশিয়াতেও ভালো কিছু করার প্রত্যাশা নিয়ে গিয়েছিল।
কিন্তু আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলের ড্র ও ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার তাদের বড় ধাক্কা দেয়। শেষ পর্যন্ত গ্রুপের শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারিয়ে বাঁচা মরার দৌড়ে টিকে যায়। তবে ক্রোটদের কাছে হারের আঘাত বেশ ভালোই লেগেছিল তাদের, শেষ ষোলোতে হেরে যায় ফ্রান্সের কাছে।
এবার আর্জেন্টিনার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ। সেটা নিতে পারলে হয়তো ফাইনালে ফ্রান্সকে পেয়ে যাবে লিওনেল স্কালোনির দল। চার বছর আগের শেষ ষোলোতে পরাজয়ের গখানি কাটানোর সুযোগ পাবে ফরাসিদের বিপক্ষেও।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক