এপ্রিলে সড়ক দুর্ঘটনায় ৫৮৮ জনের প্রাণহানী

ঝালকাঠী

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

By admin

January 04, 2021

 

ঝালকাঠি : আল আরাফাহ ইসলামি ব্যাংক ঝালকাঠি শাখার জুনিয়র অফিসার মোঃকামরুল ইসলাম হিমু (৩৪)।

 

আজ সোমবার বিকেলে তার কর্মস্থল আল আরাফাহ ইসলামি ব্যাংক ঝালকাঠি শাখা থেকে রাজাপুর আসার পথে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দার (বাদামতলা) এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন৷ তিনি রাজাপুর সরকারি কলেজ এলাকার বাসিন্দা (অবসরপ্রাপ্ত) সেটেলমেনট কর্মকর্তা মরহুম খন্দকার মোজাম্মেল হোসেন এর একমাত্র পুত্র কামরুল ইসলাম হিমু।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে প্রকাশ-আজ ৪ জানুয়ারি সোমবার বিকেলে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়ককে ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা নামক স্থানে হোন্ডা ও ট্রাক–মুখোমুখির সংঘর্ষ হয়, এতে মোঃকামরুল ইসলাম হিমু গুরুতর আহত হয়।আহত অবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন,অন্য একজন আহত রানা নামের একজনকে বরিশালে নেয়া হয়েছে।