ঝালকাঠী

রাজাপুরে স্বামীর নির্যাতনে গর্ভবতী স্ত্রীর মৃত্যু

By admin

May 10, 2022

 

স্বামীর পাশবিক নির্যাতনে তিন মাসের গর্ভবতী স্ত্রীর মৃত্যু হয়েছে। ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত গৃহবধু মুন্নি বেগম (২৩) এক সন্তানের জননী। মুন্নি বেগম রাজাপুরের সাতুরিয়া গ্রামের শাহিনুল হক গাজীর মেয়ে এবং অভিযুক্ত স্বামী মাসিদুর ইসলাম রুবেল একই গ্রামের আব্দুল মাজীদ বিশ্বাসের ছেলে।

  নিহতের স্বজনরা জানান, মুন্নিকে প্রায়ই নির্যাতন করতেন তার স্বামী রুবেল। ঘটনার দিন রুবেল স্ত্রীকে গর্ভপাত করানোর জন্য বললে শুরু হয় বাকবিতন্ডা।এক পর্যায়ে স্ত্রীকে অমানুষিক নির্যাতন করে মেরে ফেলে স্বামী এবং ঘটনা ধামাচাপা দেয়ার জন্য গলায় রশি দিয়ে ঝোলানোর প্রস্তুতি নেয়।

 

এক পর্যায়ে স্থানীয়রা, মুন্নিকে উদ্ধার করে ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে যান। এই বিষয়ে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক (সহকারী সার্জন) ডা. মো. কামাল হোসেন বলেন মুন্নি বেগমকে ১০টা ১৫ মিনিটে নিয়ে আসা হয়, আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

 

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান বিশ্বাস মুঠোফোনে জানান নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। যেহেতু ঘটনাটি রাজাপুর থানাধীন তাই এ ব্যাপারে রাজাপুর থানায় মামলা নেওয়া হবে।