ঝালকাঠী

রাজাপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর নামে মামলা

By admin

November 30, 2022

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক ::  ঝালকাঠির রাজাপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর বোমা হামলার ঘটনায় বিএনপির ১০৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

 

মঙ্গলবার দুপুরে মামলাটি করেন উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ইলিয়াস ফরাজি। মামলায় রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনসহ ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

 

 

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজাপুরের শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান খানের বাড়িতে দাওয়াত খেয়ে বের হন দলটির ১০-১২ জন নেতাকর্মী। পিংড়ি স্কুল এলাকায় গেলে তাদের লক্ষ্য করে তিনটি বোমা নিক্ষেপ করেন বিএনপির কিছু নেতাকর্মী।

 

এ ঘটনায় বিএনপির ২৬ নেতাকর্মীর নামসহ অজ্ঞাত আরো ৮০ জনের বিরুদ্ধে মামলা করেন উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ইলিয়াস ফরাজি। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।