ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২২
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে এক ব্যক্তির জানাজা দিয়ে বাড়ি ফেরার পথে মোহাম্মদ ইয়াকুব আলী মুন্সী (৮০) নামে এক বৃদ্ধ মারা গেছে।
বুধবার বেলা সোয়া ১১ টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের দক্ষিণ বড়ইয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি দক্ষিণ বড়ইয়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি বড়ইয়া ইউনিয়নের সংরক্ষিত নারী মেম্বর ছালমা বেগমের পিতা ও রাজাপুর সাংবাদিক ক্লাবেরর সহ সভাপতি বাংলাদেশ বাণী পত্রিকার রাজাপুর প্রতিনিধি আলমগীর শরীফের শ্বশুর।
সাংবাদিক আলমগীর শরীফ জানান, স্থানীয় আব্দুস ছোবাহান চৌকিদারের জানাজা নামাজ শেষ করে তার শ্বশুর মোহাম্মদ ইয়াকুব আলী মুন্সী ধানের কোলা (মাঠ) দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় হঠাৎ স্ট্রোক করে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তিনি ধার্মিক ব্যক্তি ছিলেন। বুধবার বিকেলে ওই এলাকার কাচারিবাড়ি হাট জামে মসজিদ ঈদ-গাঁ ময়দানে আসরবাদ তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রুহের মাগফিরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন তিনি।
তার মৃত্যুতে রাজাপুর সাংবাদিক ক্লাব গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতিসমবেদনা জানিয়েছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক